মাধবপুর প্রতিনিধি

০৩ জুন, ২০২০ ০২:২৮

মাধবপুরে মাদকসহ ৫ জন আটক, কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে মনতলা এলাকা থেকে ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মনতলা বিওপির হাবিলদার মো. অলিউল্লাহর নেতৃত্বে মাধবপুর উপজেলার মনতলা ব্রিজের নিকট হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শাহিন মিয়া (৩০), ইসলাম খান (২৫), আরিফুল ইসলাম (২৫), মো. জাকির হোসেন (২৫), মো. নুর মিয়াকে (২৬) ৬ বোতল ভারতীয় বিয়ার, ২টি মোটর-সাইকেল এবং ৫টি মোবাইল ফোনসহ আটক করে।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আটককৃত আসামীদের উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এর আদালতে হাজির করলে বিচারক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১০(১)(চ) ধারা মোতাবেক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করেন।

আটককৃত মোটর-সাইকেল ও মোবাইল ফোন আসামিদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত