বিয়ানীবাজার প্রতিনিধি

০৪ জুন, ২০২০ ১৫:২৬

বিয়ানীবাজারে নতুন শনাক্ত ৫ করোনা রোগীর বাড়ি লকডাউন

সিলেটের বিয়ানীবাজারে বুধবার রাতে নতুন করে আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে করোনা আক্রান্তরা সকলেই পৌর শহরের বাসিন্দা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে তাদের বাড়িটি লকডাউন করে দিয়েছেন পৌর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদসহ অন্যান্যরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ বলেন, বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও পাঁচজনের করোনা পরীক্ষার রিপোর্ট বুধবার রাতে পজিটিভ এসেছে। করোনা পজিটিভ আসার পর বৃহস্পতিবার সকালে আক্রান্তদের বাসাবাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের ওই বাড়ির একটি কক্ষে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে বলে জানান উপজেলার এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

নতুন করে ৫ জনের করোনা শনাক্তের মধ্যে দিয়ে উপজেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে দুইজন মারা গেছেন। ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখনও চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

আলোচিত