নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২০ ২৩:৫৮

নমুনা দিতে এসে শামসুদ্দিন হাসপাতালে মারা গেলেন বৃদ্ধ

করোনাভাইরাস পরীক্ষার জন্য সিলেটের শামসুদ্দিন হাসপাতালে নমুনা দিতে এসে মারা গেছেন এক বৃদ্ধ। শুক্রবার (৫মে) বেলা ৩টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এই তথ্য নিশ্চিত করে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত মহাপাত্র সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা জমা দিতে শুক্রবার সকালে শামসুদ্দিন হাসপাতালে এসেছিলেন ওই ব্যক্তি। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় নমুনা সংগ্রহের আগেই তাকে আমরা হাসপাতালে ভর্তি করে নিই। হাসপাতালে ভর্তি অবস্থায় বেলা ৩টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের বালাগঞ্জে বলে জানান তিনি।

ডা. সুশান্ত বলেন, বিকেলে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দফন করতেও বলা হয়েছে। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সিলেট নগরী ও সদর উপজেলার মধ্যে কেবল শামসুদ্দিন হাসপাতালেই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এই হাসপাতালের একটি মাত্র বুথে নমুনা জমা দিতে হয়। ফলে এখানে নমুনা জমা দিতে আসা সন্দেহভাজন রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নমুনা জমা দিতে পারেন না অনেক রোগী।

আপনার মন্তব্য

আলোচিত