মৌলভীবাজার প্রতিনিধি

০৯ জুন, ২০২০ ১৯:১৬

মৌলভীবাজারে যুব ইউনিয়নের দূরবন্ধন

নিম্ন আয়ের মানুষের জন্যে গণরেশন ও আগামী বাজেটে যুব কর্মসংস্থান খাতে ৫% বরাদ্দের দাবি

আসন্ন জাতীয় বাজেটে যুব কর্মসংস্থান খাতে ৫% বরাদ্দ এবং নিম্ন আয়ের ৫ কোটি শ্রমজীবী মানুষের জন্যে গণরেশন চালুর দাবিতে মৌলভীবাজারে যুব ইউনিয়নের দূরবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আজ দুপুর ১২টায় শহরের কোর্ট রোডে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত দূরবন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুব ইউনিয়নের সভাপতি এড. মাশুক মিয়া। জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক এড. আবু রেজা সিদ্দিকী ইমন, সাংগঠনিক সম্পাদক এড. প্রীতম দত্ত সজীব, সুজিত দেবনাথ, তপন কান্তি দে, সজল আকাশ।

উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, রমাপদ ভট্টাচার্য যাদু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, শামীম আহমেদ, সজীব প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তাগণ আসন্ন জাতীয় বাজেটে যুব কর্মসংস্থান খাতে সুনির্দিষ্টভাবে মূল বাজেটের ৫% বরাদ্দ এবং ৫ কোটি নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্যে গণরেশন চালুর দাবী জানিয়ে বলেন, মহামারি করোনা মোকাবিলায় সরকার অদক্ষতা ও সমন্বয়হীনতার স্পষ্ট নজির দেখাচ্ছে।

করোনা মহামারীর কারণে ব্যাপক যুব সমাজ কর্মহীন হয়ে পরছে। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা। সাধারণ মানুষের কথা চিন্তা না করে বিদ্যুৎ বিল, গ্যাস বিল মওকুফ না করে শিল্পপতি তথা ধনী তোষণ চলছে। এছাড়া বক্তারা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবীসহ গোপালগঞ্জের রামশীল ইউনিয়নের কৃষক নিখিল তালুকদারকে পুলিশি নির্যাতন করে হত্যার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত