কানাইঘাট প্রতিনিধি

০৯ জুন, ২০২০ ২০:৫৬

কানাইঘাটে পরিবহনে নজরদারি ও মাস্ক পরা নিশ্চিতে অভিযান, জরিমানা

কানাইঘাটে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বারিউল করিম খান।

এ সময় বাজারে আসা সিএনজিতে দু’জন, পিকআপে চারজনের পরিবর্তে অতিরিক্ত যাত্রী বহন করায় ২৮ জনকে এবং একজনকে মাস্ক না পরায় ৫০০ শত টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বারিউল করিম খান বলেন, লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে বাজারে আসা অধিকাংশ ক্রেতা-বিক্রেতা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা ভুলে গিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং পাশাপাশি সরকার নির্ধারিত যাত্রীর চেয়ে বেশি যাত্রী না নেওয়ার নির্দেশ থাকলেও অনেক ড্রাইভার অতিরিক্ত যাত্রী বহন করেন।

মঙ্গলবার অভিযানে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মুখে মাস্ক পরার জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত