সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০২০ ২০:৫৩

বাজেটকে স্বাগত জানালেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি

২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী।

বাজেট উপস্থাপন পরবর্তী এক প্রতিক্রিয়ায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক চৌধুরী বলেন, ‘এবারের বাজেট করোনাত্তোর অর্থনীতি পুনর্গঠনের বাজেট, যা সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এবার এক ভিন্ন বাস্তবতা ও ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে বাজেট উপস্থাপন করা হয়েছে। করোনার কারণে বিদ্যমান সংকটকে এ বাজেট সম্ভাবনায় রূপদানের আশা দেখাচ্ছে। অসাধারণ এই বাজেট জনগণের অর্থনৈতিক উত্তরণের অনন্য পরিকল্পনার দলিল। এটি জনবান্ধন ও জনঘনিষ্ঠ বাজেট। মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রেখে জনগণের সুখ-দুঃখের সাথে থাকার প্রতিশ্রুতি নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই বাজেটে সায় দিয়েছেন, যা তাঁকে আরও উচ্চতর আসনে বসিয়েছে।’

দুর্নীতি শক্ত হাতে দমন আর সুশাসন কায়েম থাকলে এ বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন ‘বাংলাদেশ ইন পারসপেক্টিভস-দ্য পলিটিক্যাল ইকোনোমি অব করাপশন’ গ্রন্থের লেখক ড. তৌফিক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত