ছাতক প্রতিনিধি

১৫ জুন, ২০২০ ০০:৪৪

ছাতকে আরও ১৬ জন করোনা পজেটিভ

সুনামগঞ্জের ছাতকে নতুনভাবে কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১৬ জনের। এদের মধ্যে এক চিকিৎসকও রয়েছেন। রোববার শাবিপ্রবির ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, কৈতক ২০শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোজাহারুল ইসলাম।

আক্রান্তদের মধ্যে হাসপাতালের একজন ডাক্তারসহ মন্ডলীভোগ এলাকার ৫ জন, মন্ডলীভোগ কালীবাড়ীর ৩ জন, রহমতবাগ আবাসিক এলাকার ৩ জন, দক্ষিণ বাগবাড়ী এলাকার ২ জন, চরেরবন্দ এলাকার ১ জন ও ছৈলা আফজালাবাদ ইউনিয়নের একজন রয়েছেন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।

আপনার মন্তব্য

আলোচিত