গোলাপগঞ্জ প্রতিনিধি

১৭ জুন, ২০২০ ২১:৫৯

কামরানের রুহের মাগফিরাত কামনায় গোলাপগঞ্জে মিলাদ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর গোলাপগঞ্জ চৌমহনী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি সদ্য মৃত্যুবরণকারী ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ, সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন, এবং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাওলানা জমির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ নেতা, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সাবেক সহ সভাপতি সাদেক আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহতাব উদ্দিন জেবুল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইকুজ্জামান চৌধুরী শিমু, পৌর আওয়ামীলীগ নেতা পারভেজ আহমদ, ইফাত আহমদ পাখি, ইশতিয়াক আহমদ সুমন, নুরুল আলম, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত