নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২০ ১৪:২৬

সুরমার পানি কমছে

ফাইল ছবি

ভারতের মেঘালয় প্রদেশের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় কিছুটা কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। ফলে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যেখানে সোমবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে এ পয়েন্টে পানি প্রবাহিত হয়েছিল।

বিজ্ঞাপন

কানাইঘাট পয়েন্টেই একমাত্র বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা-কুশিয়ারা-সারিসহ অন্য সব নদ-নদীর পানিই কয়েক সেন্টিমিটার কমেছে।

ভারতের আসাম প্রদেশ থেকে বন্যার পানি বাংলাদেশের নদ-নদীতে ঢুকা অব্যাহত থাকায় দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সিলেটের উজানে ভারতের মেঘালয়, আসামের করিমগঞ্জ ও মণিপুরসহ বিস্তীর্ণ এলাকা। অপেক্ষাকৃত উঁচু ওই অঞ্চলের পানি নিষ্কাশনের পথ হলো সিলেট। সুরমা, কুশিয়ারাসহ অন্তত ১০টি শাখা নদী হয়ে এই পানি বাংলাদেশে প্রবেশ করে।

আপনার মন্তব্য

আলোচিত