নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২০ ২১:৩৪

করোনার উপসর্গ নিয়ে বাবা-মাসহ হাসপাতালে বিএনপি নেতা এনামুল হক

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবা-মাসহ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক। মঙ্গলবার (৩০ জুন) নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন ড. এনামুল হক তার বাবা। আর বুধবার (১ জুলাই) একই হাসপাতালে ভর্তি হয়েছেন এনামুল হকের মা।

মাউন্ট এডোরা হাসপাতালের সহকারি মহাব্যবস্থাপক রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি। তিনি জানান, এনামুল হক ও তার মা করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকলেও তার বাবাকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

করোনা উপসর্গ লক্ষনীয় ড. এনামুল হক চৌধুরীর স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এদিকে, সিলেট সিটি মেয়রের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুল হকসহ তার পরিবারের চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সহ তার পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি কামনা করেন তিনি। এবং তাদের রোগমুক্তি কামনায় জনগনের কাছে দোয়া চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত