নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২০ ২২:৫৬

সিলেটের দুই ল্যাবে একদিনে ৮৯ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে একদিনে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৫৩ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৬ জনের।

ওসমানী মেডিকেল কলেজ: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একাধিক চিকিৎসক রয়েছেন।

বিজ্ঞাপন



সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওসমানীর ল্যাবে পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচে বেশি রয়েছেন সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও সুনামগঞ্জ জেলার ৬ ও মৌলভীবাজার জেলার ১ একজন রয়েছেন আক্রান্তদের তালিকায়।

শাবির ল্যাব: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আরো ৩৬ করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাম্মাদুল হক।

তিনি জানান, শুক্রবার ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়।

এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৪ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত