নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২০ ২১:২৭

সিলেটে আরও ২৯ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৯ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে বেশক'জন চিকিৎসক ও পুলিশ সদস্য রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ (বুধবার) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ারা সকলে সিলেট জেলার বাসিন্দা। এদিন ১০২ টি নমুনা স্নগ্রহ করা হয় বলেও জানান তিনি।

নতুন শনাক্তদের মধ্যে ২৬ জন সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার, বালাগঞ্জ উপজেলার ২ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রোন্তের সংখ্যা ২ হাজার ৭৬৩ জনে দাঁড়ালো।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য আরেকটি পিসিআর ল্যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের ফলাফল জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত