গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ জুলাই, ২০২০ ১৪:০০

গোয়াইনঘাট সীমান্তে পৃথক সচেতনতা সমাবেশ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান, মাদক, গরু চড়ানো, ফলমূলের বাগানে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধজনিত মৃত্যুহ্রাসকল্পে প্রশাসনের উদ্যোগে পৃথক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট সীমান্তে সীমান্ত অপরাধ প্রশমনে প্রশাসন, পুলিশ, বিজিবির যৌথ উদ্যোগে পৃথক সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সিলেটের সাথে ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্টে রয়েছে। আমাদের গোয়াইনঘাটও তারই আওতায় আছে। এখানকার তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, বিছনাকান্দির পাশাপাশি আরও ছোট ছোট ফাড়ি আছে। এসব সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে সীমান্ত অপরাধ সংগঠিত হওয়ার পাশাপাশি সীমান্তে আমাদের নাগরিক হত্যার ঘটনা ঘটে আসছে। সীমান্তে ভারতীয়দের দ্বারা আমাদের নাগরিক হত্যাসহ সর্বোপরী সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই এ ক্ষেত্রে সফলতা দেখাতে পারে। আমরা যদি নিজেদের অবস্থান হতে আরও সচেতন হই। আমরা যদি আইনকে শ্রদ্ধা করি তাহলে সীমান্তে এই ধরণের অপরাধমূলক তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। তাই এ ক্ষেত্রে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

গোয়াইনঘাটের বিছনাকান্দি, সোনারহাট, দমদমা বিওপি ও আশপাশের এলাকায় এসব সচেতনতামুলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যেকোন মূল্যে সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক, চোরাচালান, অনুপ্রবেশসহ অবৈধ সকল তৎপরতা বন্ধ করণে গুরুত্বারোপ করা হয়। আমাদের নিজেদের সমাজ ব্যবস্থায় চলমান সুশৃঙ্খলা বজায় রেখে এমন কিছু ভালো উদ্যোগ আমাদের করে দেখাতে হবে যাতে করে আমাদের কাছ থেকে প্রতিবেশি রাষ্ট্রও তা অনুস্মরণ করতে পারে।

সীমান্ত এলাকায় পৃথক এসব সীমান্ত সচেতনতা সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্জর, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, বিছনাকান্দি বিওপির কমান্ডার দাউদ হোসেন, ইউপি সদস্য পাপলু মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত