সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০২০ ২১:২৪

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে সিলেটে উদীচীর বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্বান্ত বাতিল, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে বারোটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সহসভাপতি ও বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জনের সভাপতিত্বে ও উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সহসভাপতি ডা. অভিজিৎ দাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সহসভাপতি রতন দেব, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি মতিউর রহমান, উদীচী সিলেট জেলার দপ্তর সম্পাদক সন্দীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘দেশের সোনালী আঁশ পাট শিল্পকে ধ্বংস করতে দীর্ঘদিন ধরেই শাসকগোষ্ঠীর পাঁয়তারা চলছে। এ জন্যই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে আধুনিকায়ন না করে দিনের পর দিন লোকসানি খাতে পরিনত করা হয়েছে। বহুজাতিক দাতা সংস্থাগুলোর পরামর্শে দেশের অন্যতম রপ্তানিমুখী এই শিল্পকে বিদেশীদের হাতে তুলে দিতেই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এই আত্মঘাতী সিদ্বান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানাই আমরা।’

বক্তারা আরও বলেন, ‘আমরা করোনা পরিস্থিতির প্রথম থেকেই দেখছি স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা চলছে। ফলে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। স্বাস্থ্যখাতে এই অব্যবস্থাপনা ও লুটপাট বন্ধ করে সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা দেখছি এই সময়ে যারাই সরকারের অব্যবস্থাপনা, ত্রাণ লুটপাট, দুর্নীতি নিয়ে প্রতিবাদ করছেন তাদেরই ডিজিটাল আইনের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে আমরা ডিজিটাল আইন বাতিল এবং গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।’

আপনার মন্তব্য

আলোচিত