সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ জুলাই, ২০২০ ২৩:১৩

সুনামগঞ্জে করোনা আক্রান্ত আরও ২০ জন

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৩৮ জনে। বুধবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১১১টি নমুনা  প্রেরণ করা হলে সেখানে ২০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১০ জন, ছাতক উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৩ জন, দিরাই উপজেলার ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন ও তাহিরপুর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৭৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে বুধবার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নতুন পুরাতন থাকতে পারে, তবে আমরা সবাইকেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করবো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবো।

আপনার মন্তব্য

আলোচিত