নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২০ ১৯:৪৮

তিন দফা দাবিতে সিলেটে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

বিনামূল্যে টেস্ট ও সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এক বছরের বেতন ফি মওকুফ ও মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ দিতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা।

রোববার (১২ জুলাই) দুপুর বারটায় নগরের কোর্ট পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার সংগঠক সাকিব রানা প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার প্রথম থেকেই করোনা মোকাবেলায় ব্যর্থ। এই ব্যর্থতা ঢাকতে তারা এখন নো টেস্ট, নো করোনানীতি গ্রহণ করেছে। কিছুদিন আগে দেশে প্রতিদিন ১৮ হাজার করোনা পরীক্ষা হত। কিন্তু যেদিন থেকে পরীক্ষায় ফি ধার্য করা হয়েছে তখন থেকেই পরীক্ষার সংখ্যা কমতে শুরু করে। অবিলম্বে সকলের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা ও সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একদিকে স্বাস্থ্যখাতে যেমন অব্যবস্থাপনা চলছে তেমনি চলছে দুর্নীতি, লুটপাটের মহোৎসব। অবিলম্বে এই দুর্নীতি লুটপাট বন্ধ করে লুটপাটকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘আমরা দেখছি এই সময় শিক্ষার্থীরা তাদের মেসভাড়া নিয়ে সঙ্কটে আছেন। এই অবস্থায় শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। এছাড়া যথাযথ ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই অনলাইন ক্লাস শুরু করা যাবে না। বর্তমান সময়ে যারাই সরকারের ভুল নীতি, লুটপাট নিয়ে প্রতিবাদ করছেন। তাদেরকেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে। আমরা অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করছি।’

আপনার মন্তব্য

আলোচিত