নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২০ ১৮:৫০

হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেলো শামসুদ্দিন আহমদ হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পেলো সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল রোগীদের সেবায় একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দেন।

এদিন দুপুরে বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের কাছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাটি (এইচএনএফসি মেশিন) হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা স্থাপনের ফলে করোনা ভাইরাসে আক্রান্ত অধিক শ্বাসকষ্টে ভোগা রোগীরা উন্নত সেবা পাবে। তিনি দেশের এই প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে সমাজের বিত্তবানদের বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াবার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার নাজমুস সাকিব, এ্যানেস্থেসিস্ট ডা. হোসেন আহমদ রুবেল, ডা. বিনায়েত ভট্টাচার্য, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, ইমরান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত