শ্রীমঙ্গল প্রতিনিধি

১৬ জুলাই, ২০২০ ২৩:১৯

শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের মৌলভীবাজার সড়কের বন্ধন কমিউনিটি সেন্টার এর সামনে স্থানীয় এলাকাবাসী লজ্জাবতী বানরটিকে দেখতে পেয়ে আটক করে। এসময় সময় লজ্জাবতী বানরটি আহত হয়। পরে খবর পেয়ে বন্যপ্রাণি ফাউন্ডেশনের লোকেরা লজ্জাবতী বানরটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসে।

বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, লোকমুখে খবর পেয়ে সাথে সাথেই আহত অবস্থায় লজ্জাবতী বানরটিকে উদ্ধার করি, বানরটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রাণিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা প্রাণিটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেবো।

তিনি জানান, লজ্জাবতী বানরকে ইংরেজিতে Bengal slow loris বা northern slow loris বলা হয় এর বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এটিলরিসিডি পরিবারের একটি বানর প্রজাতি। লজ্জাবতী বানর আইইউসিএন লাল তালিকায় সংকটাপন্ন হিসেবে অন্তর্ভুক্তি ঘটেছে। এরা গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশে পাহাড়ি চিরসবুজ বনে পাওয়া যায়, তবে আর্দ্র পত্রঝরা বনে থাকার তথ্য রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত