সুনামগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই, ২০২০ ১৬:৪৮

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন ও ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহŸায়ক শিবলু আহমেদ চৌধুরী, শামীম আহমদ, জাবের আহমদ, রুবেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক মারুফ আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিকলু তালুদার প্রমুখ।

পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবাষির্কী ও মুজিববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেন দলীয় নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কার্যক্রমের উদ্বোধন করে পৌর মেয়র নাদের বখত। পরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমের উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, কাউন্সিলর ইয়াছিনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বুরহান উদ্দিন লিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহের আলী, হুমায়ুন কবির প্রমুখ।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা অনেকগুলো কর্মসূচি পালন করেছি। করোনাভাইরাস শুরু পর থেকেই আমরা জননেত্রী জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই মাঠে কাজ করে যাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত