ছাতক প্রতিনিধি

২৯ জুলাই, ২০২০ ২০:৩৮

ছাতকের অবৈধ পশুর হাট উচ্ছেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ধারণ বাজারে ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। কুরবানির ঈদকে কেন্দ্র করে বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে বিনা ইজারায় এখানে গরু ছাগলের হাট বসানো হয়।

খবর পেয়ে বুধবার (২৯জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে এখানের গরু, ছাগল, মহিষ, ভেড়ার হাট উচ্ছেদ করেছে পুলিশ।

এসময় পশুর হাট বসানোর অভিযোগে স্থানীয় ৫ জনকে আটক করা হয়। আটককৃত ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। পরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত