বড়লেখা প্রতিনিধি

৩০ জুলাই, ২০২০ ০১:৪৩

বড়লেখায় প্রশাসনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার অংশ হিসেবে শ্রমিক, পথচারী, রিকশা ও ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বড়লেখা পৌর শহর ও শাহবাজপুরসহ বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫শ’ টি মাস্ক ও ৫শ’ টি সাবান বিতরণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতার জন্য প্রচারপ্রত্র বিলি করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলে।

বিতরণ কার্যক্রমে অংশ নেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, মো. শরীফ উদ্দিন, কৃষ্ণ মোহন দেবনাথ, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত