নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২০ ১৪:১৩

ছাতকে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ জেলার ছাতকে ভোগ্যপণ্যে ভেজাল মেশানোর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পের) একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল্লাহ এবং মো. শফিকুল ইসলাম (সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা সংরক্ষম অধিদপ্তর সুনামগঞ্জ) এর সমন্বয়ে গঠিত আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক বাজার এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর অপরাধে অভিযান পরিচালনা করেন

অভিযানে হাসি ফার্মেসিকে ৩ হাজার টাকা, বাগদাদ বেকারিকে ৭ হাজার টাকা, ঢাকা রয়েল বেকারিকে ৮ হাজার টাকা, আতিক তান্দুরী রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, সুস্মিতা স্টোরকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ পোল্ট্রিকে ১ হাজার টাকা জরিমানাসহ মোট ৬ টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

র‍্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত