সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০২০ ০০:০২

কুমারপাড়া জামে মসজিদে ঈদের নামাজ পড়বেন মেয়র আরিফ

এবার করোনা মহামারির কারণে ভিন্ন পরিস্থিতিতে মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল আযহা পালিত হবে।

করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটের ঐতিহাসিক ঈদগাহ ময়দান সহ কোন ঈদগাহে বা খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। সরকারী নিদেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পাড়া-মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটে হযরত শাহজালাল (রা:) দরগাহ মাজার মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সকাল সাড়ে ৭ টায় কুমারপাড়া জামে মসজিদে ঈদের জামাতে অশ নেবেন।

করোনা পরিস্থিতির কারণে সবাইকে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের জামাত ও ঈদের অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহবান জানান সিসিক মেয়র।

আপনার মন্তব্য

আলোচিত