গোয়াইনঘাট প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২০ ১৪:০৫

গোয়াইনঘাটে শোক দিবসের প্রস্তুতি সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পশ্চিম আলীরগাও ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল প্রমুখ।

অনুষ্ঠানে গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে শোক দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১১টায় উপজেলা সদরে শোক র‌্যালি, দুপুরে কোরআনে খতম, মিলাদ ও বিশেষ মোনাজাত ছাড়াও উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।

আপনার মন্তব্য

আলোচিত