গোয়াইনঘাট প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২০ ১৫:২৪

গোয়াইনঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার

সিলেটের গোয়াইনঘাটে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের মাধ্যমে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

অনুষ্ঠানে ৩৭৯ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্জর, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পশ্চিম আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। তাদের জীবনমানের পরিবর্তন দেশের বিভিন্ন স্থানে সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব সহকারে দেখে আসছে। তাদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষা কাজ করে যাচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জাতিসত্তার মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং তাদের কর্মমুখী করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রণোদনা দিয়ে পাশে দাঁড়াচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত