নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২০ ২২:২৯

চৌহাট্টায় বোমাসদৃশ্য বস্তু: পুলিশের সঙ্গে যোগ দিলো র‌্যাব

সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য ডিভাইস দেখতে পেয়ে বুধবার সন্ধ্যা ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সাথে যোগ দেয় র‌্যাব-৯ এর একটি দলো। তারাও পুলিশের সাথে এলাকাটি ঘিরে রেখেছেন।

পুলিশের বোমা নিস্ত্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌছার পূর্ব পর্যন্ত পুরো এলাকাটি এভাবে ঘিরে রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

সন্ধ্যা থেকেই জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কের দুই মোড়েই অবস্থান নিয়েছে পুলিশ।

সন্ধ্যায় পুলিশ সদস্যরা ঘটনাস্থল ফিতা টেনে ঘিরে রাখার কিছুক্ষণ পর চৌহাট্টা পয়েন্টে আসেন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)-এর সদস্যরা। তারাও পুরো এলাকা পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন



ঘটনাস্থল থেকে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। এখনও নিশ্চিত করে কিছু বলা যাবে না।  জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছি।

জানা যায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা আধুনিক মডেলের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষনিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর)  আজবাহার আলী শেখ, কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞাসহ পুলিশের উধর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত