জৈন্তাপুর প্রতিনিধি

১২ আগস্ট, ২০২০ ২০:৫১

অধ্যাপক ফয়েজ আহমদ বাবর স্মরণে জৈন্তাপুরে নাগরিক শোকসভা

জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর স্মরণে জৈন্তাপুরে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে বৃহত্তর জৈন্তিয়ার নাগরিকবৃন্দের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

১৭পরগনার শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরীর সভাপতিত্বে এবং সিরাজুল ইসলাম, জাকারিয়া মাহমুদ ও আব্দুল হাফিজের যৌথ পরিচালনায় নাগরিক শোক সভায় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মফিজুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুল আহমদ শেরগুল, উপজেলা বিএনপি নেতা এনায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা হানিফ মোহাম্মদ, হাসিনুল হক হুসনু, কামরুজ্জামান চৌধুরী, আব্দুল মন্নান, মো. হানিফ, হানিফ মেম্বার, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, মরহুম ফয়েজ আহমদ বাবার এর ছোট ভাই তোফায়েল আহমদসহ পরিবারের সদস্যরা।

শোকসভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা জাতীয়পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শোকসভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর স্মরণে বক্তারা বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তরুণ উদীয়মান নেতার মৃত্যুতে জৈন্তাপুর উপজেলাবাসীর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়। বক্তারা মহান রাব্বুল আল-আমিনের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে বাদ যোহর জৈন্তাপুর উপজেলা বাজার মসজিদে মরহুম ফয়েজ আহমদ বাবর এর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত