সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০২০ ১৮:৩১

ওসমানী মেডিকেলে হাই ফ্লো নজেল ক্যানোলা এবং এন-৯৫ মাস্ক হস্তান্তর

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে, হাই ফ্লো নজেল ক্যানোলা (HFNC) এবং চিকিৎসা কর্মীদের জন্য এন- ৯৫ মাস্ক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. ইউনুসুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।

ইস্পাহানি গ্রুপের পক্ষে হস্তান্তর করেন, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ম্যানেজার মাওলা আল মামুন ও বিভাগীয় ব্যবস্থাপক মো. আনিছুজ্জামান পাটোয়ারী এবং উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ডা. শিশির আর চক্রবর্তী, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহযোগী অধ্যাপক ডা. শেখ এ এইচ এম মেসবাহ্উল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. এম. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. বিজয় পদ গোপ।

এসময় ইস্পাহানি গ্রুপের পক্ষে জানানো হয়, করোনা মোকাবিলায় সারাদেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে হাসপাতাল সমূহে HFNC, অক্সিজেন সিলিন্ডার, এন-৯৫ মাস্কসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী দিয়ে সহযোগিতা করছে এবং ইস্পাহানি গ্রুপের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাসপাতালের পরিচালক ইস্পাহানি গ্রুপকে এই মানবিক সেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত