জকিগঞ্জ সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২০ ২০:৪৪

জকিগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯ মামলা

করোনাভাইরাস মোকাবিলায় জকিগঞ্জে মাস্ক ব্যবহার, বাসে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ এবং জকিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস।

দুপুরে উপজেলার আটগ্রামের সড়ক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায়, বাসে অতিরিক্ত ভাড়াও যাত্রী উঠানো এবং স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ বলেন, মহামারি করোনায় ঘরের বাহিরে সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রয়োজনে আরও কঠোরতা অবলম্বন করবে প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত