কানাইঘাট প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২০ ২২:২৫

কানাইঘাটে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির উপদেষ্টাদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সিলেটের কানাইঘাটে আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপদেষ্টামন্ডলীর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ২টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি ইফতেখার আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সহ সভাপতি ডালিম আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলার সাবেক ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশিদ, সাবেক এপিপি এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ পরিদর্শক এম তাজিম উদ্দিন, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মা. আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা মুক্তিযুদ্ধের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম, কানাইঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ৩নং দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ২নং লক্ষীপ্রসাদ ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক চৌধুরী, চড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মুজম্মিল আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি আবু ফাহিম আজাদ সুমন, সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, আমাদের মুক্তিযোদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধারা অনেক লাঞ্ছিত হচ্ছেন বিভিন্ন জায়গায়। আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বর্তমান কমিটি এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলি আমি বিশ্বাস করি। আমরা এক সময় থাকব না তখন তোমরাই নেতৃত্ব দেবে ।

আপনার মন্তব্য

আলোচিত