সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২০ ১৯:০৮

বালাগঞ্জ বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: সিলেট বিএনপির নিন্দা

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দায়েরের করা হয়েছে বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, দেশে যখন করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এমন কঠিন মুহূর্তেও বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা জুলুম নিপীড়ন অব্যাহত রয়েছে। যা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী। কোন অপরাধ নয় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামানসহ ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এমন মামলা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের অপকৌশল।

অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানী বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত