তাহিরপুর প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০২০ ২০:১৩

তাহিরপুরে ইউএনও’র নিরাপত্তায় আনসার নিয়োগ

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন ও কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পাশে ইউএনওর বাসভবনের সামনে গিয়ে দেখা যায়,বাসভবনের প্রধান ফটকে আনসার সদস্য পাহারায় রয়েছেন।

তাহিরপুর আনসার ভিডিপির কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার স্বার্থে  ৪জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে আনসার সদস্যগন সশস্ত্র অবস্থায় সার্বক্ষণিক অবস্থান করবে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলার সহকারী প্লাটুন কমান্ডার নুনু আহমেদ নয়ন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশনা মোতাবেক জেলা ও উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার জন্য ৪জন করে সদস্য দেওয়া হয়েছে।

তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, বাসভবন ও প্রশাসনিক ভবনের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত