মাধবপুর প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪৯

মাধবপুরে ৩ যমজ কন্যা সন্তানের জননীকে সহায়তা

হবিগঞ্জের মাধবপুরে ৩ যমজ কন্যা সন্তানের জননী মোছা. রহিমা খাতুন কে, ত্রাণ সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান।

বুধবার (৯ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এই ত্রাণ সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।

ত্রাণ সহায়তা হিসেবে ছিল, ২ কেজি মাল্টা, ১ কেজি আঙ্গুর, ৩ প্যাকেট ল্যাকটোজেন-১ দুধ, হরলিক্স ১ প্যাকেট, ১ প্যাকেট গুড়া দুধ, চাল ২০ কেজি, মুরগি ২ টি, আলু ৩ কেজি, ডাল ২ কেজি, লাউ ১টি, ডিম ১ ডজনসহ নগদ টাকা ৫ হাজার।

উল্লেখ্য, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী রহিমা খাতুন গত (১৯ আগস্ট) বুধবার সকালে, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে একসাথে ৩ জন কন্যা সন্তানের জন্ম দেন।

আপনার মন্তব্য

আলোচিত