তাহিরপুর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৫

তাহিরপুরে মাছের পোনা অবমুক্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ২২৪কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, উপজেলায় মাছের বিস্তারে ৩০৮কেজি বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বিভিন্ন প্রজাতির ২২৪কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বাকী ৮৪কেজি পোনামাছ শুক্রবার অবমুক্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত