সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৪

সুনামগঞ্জে কৃষকদের মাঠ দিবস পালিত

সুনামগঞ্জ সদর উপজেলায় কৃষকদের কাজের মান উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর স্থানীয় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার জগাইরগাও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দিবসটি পালন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইএলইউএলডি এসএলএম প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জালাল উদ্দিন মোহাম্মদ শোয়েব, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। সুনামগঞ্জ হলো হাওর প্রধান জেলা যেখানে ধানের পাশাপাশি বিভিন্ন রকমের শাক-সবজি লাগানো হয়। বর্তমান বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে, কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের সব রকমের সুযোগ সুবিধা প্রদান করা হয়। যত বেশি ফলন হবে ততো কৃষক আলোর মুখ দেখবে। কৃষকের প্রয়োজনে আমরা তাদের পাশে সবসময় রয়েছি।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের কৃষকরা যেন ভালোভাবে থাকতে পারে সেজন্য সরকার সব রকমের সহযোগিতা করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে ছাতা বিতরণ করেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত