নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২০ ২১:৫৩

জৈন্তাপুরে লক্ষাধিক টাকার ভারতীয় হ্যান্ড স্যানিটাইজার জব্দ

র‌্যাব ৯ এর অভিযানে জৈন্তাপুর থানার নলঝুড়ি নদীর ঘাট এলাকা থেকে প্রায় ২ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা মূল্যের জীবাণুনাশক ভারতীয় হ্যান্ড স্যানিটাইজারসহ, ভারতীয় কসমেটিকস জব্দ করেছে র‌্যাব ৯।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় জৈন্তাপুর থানার নলঝুড়ি নদীর ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা ৯টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এসব জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২০০ পিস ভারতীয় তৈল ও ১ হাজার ২০০ পিস জীবাণুনাশক ভারতীয় হ্যান্ড স্যানিটাইজার। যার আনুমানিক মূল্যে ২ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব ৯।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান চালায়। পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আলামতসমূহ গুদাম কর্মকর্তা বিভাগীয় গুল্ক গুদাম আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেটে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

আপনার মন্তব্য

আলোচিত