নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২০ ২২:১৮

জৈন্তাপুর থেকে ৭ লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দ

র‌্যাব ৯ এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থেকে ৭ লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। এসময় চোরাকারবারি সন্দেহে একজনকে গ্রেপ্তার করনা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল নয়টায় জৈন্তাপুর থানার চতুল বাজার এলাকা থেকে বিড়ি জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি এ. কে. এম কামরুজ্জামান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানার চতুল বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৬ লক্ষ ৭২ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য ৭ লাখ টাকাসহ চোনাকারবারি সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মো. মামুন মিয়া (২৫), পিতা- মকবুল আলী, সাং-খাদির পাথর, থানা- কানাই ঘাট, জেলা- সিলেট।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আলামতসহ আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত