নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২০ ২৩:১২

শীতকালে করোনা সংক্রমণ রোধে মৌলভীবাজারে প্রস্তুতি সভা

শীতকালে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মৌলভীবাজারে সভা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সভায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদ, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা. পার্থ সারথী দত্ত কাননগো, সিভিল সার্জন ডা. তওহিদ আহমদসহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ‘আতংক না ছড়িয়ে লোকজনকে সচেতন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ এখনই নিতে হবে। হাট-বাজারসহ সবকটি স্থানে মাস্ক পরিধানে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত