নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০১:৪৮

মুনির-তপন-জুয়েল স্মরণে সিলেটে আলোক প্রজ্বলন আজ

জামায়াত-শিবিরের হামলার নিহত প্রগতিশীল ছাত্রনেতা মুনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েলের স্মরণে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে আলোক প্রজ্বলন করা হবে।

সন্ধ্যায় ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করেছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা।

মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক মিশফাক আহমদ মিশু জানান, প্রতিবছর মুনির-তপন-জুয়েল স্মরণে ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সিলেটে আলোর মিছিল করা হয়। তবে এবার করোনা সংক্রমণের কারণে কর্মসূচি সীমিত আকারে পালন করা হবে। তাই এবার স্বাস্থ্যবিধি মেনে আলোক প্রজ্বলনের মাধ্যমে দিনটি পালন করা হবে।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে সিলেটের রাজপথে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে। সেদিন থেকে সিলেট শহরে আধিপত্য বিস্তার করে খুনের রাজনীতি শুরু করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র। ২০১১ সাল থেকে নৃশংস হত্যাযজ্ঞের এই দিনটিকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত