নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৩

রোগী বাড়ায় ফের নর্থ ইষ্ট হাসপাতালের করোনা ইউনিট চালু

সিলেটের বেসরকারি হাসপাতাল নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়তে থাকায় পুনরায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিন করোনা পজিটিভ রোগী বাড়ায় পুনরায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ শনিবার থেকে আমরা ফের করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি নিচ্ছি।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর (রোববার) থেকে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়া হয়ে। তবে হাসপাতালটিতে আইসোলেশন ইউনিট খোলা রাখা হয়।

ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী আরও বলেন, ‘এখন থেকে পূর্বের ন্যায় করোনা পজিটিভ রোগীরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেবা গ্রহন করতে পারবে। এ ছাড়াও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃর্বিভাগ ও আন্তঃবিভাগে সকল কার্যক্রম অব্যাহত থাকবে। একইসাথে পূর্বের ন্যায় সকাল ও বিকালে হাসপাতালের কনসালটেন্টরা বহিঃবিভাগে সাধারণ রোগী দেখবেন।’

বিজ্ঞাপন

তবে এর আগে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়ার বিষয়ে ২১ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেছিলেন, ‘সরকার বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করে দিচ্ছে। তাই সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর থেকে করোনা আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। তবে যেসব কোভিড পজিটিভ রোগী হাসপাতালে ভর্তি আছেন তাদের সম্পূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া করোনা সন্দেহজনক হিসেবে যারা হাসপাতালে ভর্তি হবেন তাদের আইসোলেশনে রাখা হবে। পরবর্তীতে তাদের পরীক্ষায় করোনা পজিটিভ হলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বা অন্য কোনো হাসপাতালে পাঠানো হবে।’

প্রসঙ্গত, এর আগে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত পহেলা জুন থেকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এখন পর্যন্ত সিলেটের বেসরকারি এ হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন করোনা আক্রান্ত রোগীকে সেবা দেয়া হয়েছে। তবে হঠাৎ করে গত ২০ সেপ্টেম্বর থেকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেয়া হয়। যা আজ থেকে ফের চালু হলো।

আপনার মন্তব্য

আলোচিত