তাহিরপুর প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২০ ১৮:৩০

তাহিরপুরে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোক্তা অধিকার আইনে চার দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার( ১৫ অক্টোবর) বিকেল ৫টায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলু, পিয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ও দোকানে পণ্য বিক্রয়ের তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে এ পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এর মধ্যে দুটি দোকানকে ৫ হাজার, একটি দোকানকে ৩ হাজার এবং অন্যটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে থানা পুলিশ ফোর্স নিয়ে উপজেলার সদর বাজারে অতিরিক্ত মূল্যে আলু, পিয়াজ বিক্রি করায় ও পণ্য বিক্রির তালিকা না থাকায় ৪টি দোকানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্রেতা-বিক্রেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, আলুসহ নিত্য প্রয়োজনীয় মূল্য বেশী রাখায় ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত