নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২০ ২১:২৫

সিলেটে ১৯ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

সিলেট সদর উপজেলা থেকে ভারতীয় ওষুধের বিশাল চালান আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সাহেবের বাজার এলাকা থেকে এসব ওষুধ আটক করা হয়।

সকালে একটি ছোট ট্রাকে করে অবৈধ পণ্য সদর উপজেলার খাদিমনগরের সাহেবের বাজার দিয়ে প্রবেশ করছিলো এমন গোপন সংবাদ পেয়ে সিলেটের বিমান বন্দর থানা পুলিশ সেখানে যায়। সকাল ১০টার দিকে সাহেবের বাজারের কুনি পাড়ার রাস্তায় ওই ট্রাকটি যাচ্ছিলো। এ সময় পুলিশ দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক থেকে ভারতীয় ওষুধের বেশ কয়েকটি বক্স জব্দ করে। এতে সাড়ে ৫ লাখ পিস ভারতীয় তৈরি ট্যাবলেট ও ৫৫০টি বেটনোভেট-এন ক্রিম ছিলো। পুলিশ এসব ওষুধসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-১৬, তাং-১৫/১০/২০২০খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত