নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০১৫ ১৫:৩৬

অভিনব উপায়ে ছিনতাই, দক্ষিণ সুরমা থেকে দুই ছিনতাইকারী আটক

সিলেটে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটক দুই ছিনতাইকারী এবং তাদের সহযোগী গাড়িচালক তিনজনেরই বাড়ি শরিয়তপুর জেলায়। তবে তারা দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে ছিনতাই চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন , সকাল ১০ টার দিকে সিলেট বাসস্ট্যান্ড থেকে দুই সবজি বিক্রেতা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উদ্দেশে রওয়ানা হলে ছিনতাইকারী ইসহাক এবং ওমর ফারুক তাদের এম্বুলেন্সে করে কম টাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়।

এসময় প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে সবজি বিক্রির সাড়ে সাত হাজার টাকা নিয়ে কাগজের টুকরো ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে দুই সবজি বিক্রেতা সাহায্য চাইলে পুলিশ ছিনতাইকারী ও তাদের গাড়িচালককে আটক করে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এরকম প্রতারণা ও ছিনতাই চালিয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত