বড়লেখা প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৫ ২১:০৬

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে: হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়। সে লক্ষ্যে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বিদ্যুৎ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনসহ বিতরণ কার্যক্রম করে যাচ্ছে।
হুইপ রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল ও মোহনপুর গ্রামের ৯৩ পরিবারের বাড়িতে প্রায় ৪৭ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ আরো বলেন, বাংলাদেশের অভাবনীয় সাফল্য থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশল এখন বিশ্বের কাছে নতুন সম্পদ হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জেনে বাংলাদেশের ভূমিকা এখন দেশের সীমানা পার হয়ে বিশ্বের প্রান্তে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্রতা নামিয়ে এনেছে অর্ধেকে। ৪০ ভাগ মাতৃমৃত্যু কমাতে পেরেছে, প্রাথমিক শিক্ষা ও নারী অগ্রগতিতে এসেছে অভাবনীয় সাফল্য। সামাজিক রক্ষণশীলতার মধ্যেও নারী ক্ষমতায়নে বিশ্বের উন্নয়নশীল দেশের পথিকৃৎ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনিকে প্রসারিত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

পৃথক এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেল নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আকবর আলী, আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আহমদ জুবায়ের লিটন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আলম, যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা এম জুবের আহমদ, ছাত্রলীগ নেতা জাকের আহমদ, সাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত