সুনামগঞ্জ প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৫ ১৩:০১

জামালগঞ্জে নাছির-আসপিয়া মুখোমুখি, সংঘাতের আশঙ্কা

সুুনামগঞ্জের জামালগঞ্জে একই সময় একই স্থানে বিএনপির দুই পক্ষ কর্মসূচি দেয়ায় আজ (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার রাত সোয়া ৯টায় জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি কামাল ১৪৪ ধারা জারি করেন।

এদিকে দুদিন আগে ধর্মপাশা উপজেলায়ও এক স্থানে দুই পক্ষ সম্মেলনের ঘোষণা করলে সেখানেও প্রশাসন ১৪৪ধারা জারি করেছিলো।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত নেতা নুরুল হক আফিন্দী বুধবার সকালে উপজেলার তেলিয়া এলাকার মাঠে জামালগঞ্জ থানা বিএনপির কাউন্সিলের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেন।

অপর পক্ষে সাবেক জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আসপিয়া সমর্থিত নেতা আজিজুর রহমান একই সময়ে ও একই স্থানে সম্মেলনের ঘোষনা দেন। এ অবস্থায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।

বিএনপির দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচী ডাকায় সংঘাত এড়াতে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জামালগঞ্জ সদর ও পাশ্ববর্তী সাচনা বাজারে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি কামাল।

এদিকে, ১৪৪ ধারা উপেক্ষা করেই জেলা সভাপতি নাছির চৌধুরী সমাবেশে যোদ দিতে জামালগঞ্জ যাবেন বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা। অপরদিকে, প্রতিপক্ষ গ্রুপ তাকে প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত