শ্রীমঙ্গল প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৫ ১৬:১৯

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৯টি পোল্ট্রি মুরগীর দোকানে গত ২৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল হক, বিএসটিআই সিলেট এর পরিদর্শক মো: মেসবাহ-উল-হাসান, শ্রীমঙ্গল থানার এসআই শামসুল হাবীব।

শহরের পোস্ট অফিস রোড ও নতুন বাজার (উত্তর) এ অভিযান চলাকালীন ৮টি পোল্ট্রি মুরগীর ও একটি পান সুপারীর দোকানে ওজনে কম দেওয়া, ওজন মাপার যন্ত্র সঠিক না থাকা এবং লাইসেন্স না থাকার কারনে বাংলাদেশ স্ট্যান্ডার্স ওয়েট এন্ড মেটার্স এর ১৯৮২ সালের আইন অনুযায়ী ১৯, ২২ ও ২৭ ধারায় ৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়কারী প্রতিষ্টানগুলো হলো মিজান ব্রয়লার হাউস ৫০০টাকা, রিতা চিকেন হাউস ১০০০ টাকা, নিশান ব্রয়লার হাউস ৫০০ টাকা, মেসার্স হাসান ব্রয়লার হাউস ৫০০ টাকা, হেলাল পোল্ট্রি হাউস ২০০০ টাকা, ফারজানা পোল্ট্রি হাউস ৫০০ টাকা, বাংলাদেশ প্রোটিন হাউস ৫০০ টাকা, মজুমদার ব্রয়লার হাউস ৫০০ টাকা ও একটি পান সুপারীর দোকানে ৫০০ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত