নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২০ ১৫:৪৫

নগরীতে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ

সিলেটে অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ। শনিবার দুপুরে একসাথে সিলেট জেলার ১১৯ টি স্থানে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিষয়ক এই সমাবেশ আয়োজন করা হয়।

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সমাবেশ ছাড়াও সিলেট নগরীতে জেলা প্রশাসন আয়োজন করে সমাবেশের। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো, মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, সামাজিক অপরাধ বিস্তার ঘটে যখন নাগরিকরা নিজের অধিকার বা দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সমন্বিত চেষ্টা ও সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সামাজিক অপরাধের রাশ টেনে ধরা সম্ভব। আর এ লক্ষেই এ সমাবেশের আয়োজন করা হয়। সবাই নিজ নিজ অবস্থানে সমাজ সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠলে সমাজ থেকে অপরাধ দূর হতে বাধ্য বলেও মন্তব্য করেন বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত