ওসমানীনগর প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২০ ১৭:৪৬

ওসমানীনগরে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ

সিলেটের ওসমানীনগরে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তাজপুর মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) আফসানা তাসলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মÐল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়জীদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) মাসুদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, জেলা পরিষদের নারী সদস্য সুষমা সুলতানা রুহি, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদ, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, নূর মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেন বেগম চৌধুরী, মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, আরডিআরএস কর্মকর্তা সাদিয়া আক্তার ও ছাত্রী নিলিমা রেজা।

সমাবেশে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ রোধে নারী পুরুষ ঐক্যবদ্ধ ভাবে যার যার অবস্থান থেকে মোকাবেলা করতে বলা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো অপরাধে দেশের প্রচলিত আইনের প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি যেকোনো ধরণের নারী নির্যাতন ও সামাজিক অপরাধ শুরুর পারম্বেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলা ও তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার উপরও জোর দেয়া হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত