কোম্পানীগঞ্জ প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২০ ২২:০৭

কোম্পানীগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধবিরোধী সমাবেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

কোম্পানীগঞ্জ উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রোখসানা আক্তার রতনার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী।

সমাবেশ বক্তারা বলেন, নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের প্রতি সহিংসতা বন্ধ করে তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। নারীদের প্রতিপক্ষ ভাববেন না। তাঁদের পাশের মানুষ ভাবুন। তাঁদের প্রতিপক্ষ না ভেবে সমকক্ষ করে নিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আইসিটি অফিসার নাইম হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা শরিফুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট এর সম্পাদক আমিনুল রহমান জসিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা জেন্ডার প্রমোটার এম. হাবিবুল্লাহ জাবেদ, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কোম্পানীগঞ্জ থানার এসআই আবু সায়েম চৌধুরী, ইসামিক ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ এর সুপারভাইজার মওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফিজ মাসুম আহমদ, আইজিএ প্রশিক্ষনার্থী রোমানা বেগম, সূচনা প্রতিনিধি বিপ্লব তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত