কোম্পানীগঞ্জ প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২০ ২১:২৪

ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ২১টি শ্যালো মেশিন ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। রোববার (১৫ নভেম্বর) উপজেলার ধলাই নদীর লীলাই বাজার, দয়ার বাজার ও নদীর তীরবর্তী এলাকা সমূহে অভিযান চালিয়ে ২১ টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযান নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া। পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ এ অভিযানে ২১ টি শ্যালো মেশিন, ৩ হাজার ফুট পাইপ ও বালু-পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ হাতুড়ি দিয়ে ধ্বংস করে পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংসকৃত মালামালের মুল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে-ই আইন বিরোধী কাজ করবে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য

আলোচিত